রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজার পুলিশ সুপারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন 

বড়লেখ (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজার পুলিশ সুপারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন 

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান গত শনিবার রাতে বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় তিনি পূজা আয়োজক কমিটির নেতাদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

পূজা চলাকালীন সময়ে সামপ্রদায়িক সমপ্রীতিতে কেউ যাতে কোন বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এবং জুড়ী, কুলাউড়া ও বড়লেখা থানার ওসিরা উপস্থিত ছিলেন।

টিএইচ